আরিফ : সাভারে প্রান্ত ডেইরি ফার্মে তিন কিশোরের মরদেহ পাওয়া গেছে।
মৃতু তিন কিশোরের নাম জীবন, নাসির ও শাহদাত। তিন কিশোরের মধ্যে জীবন ও নাসির সহোদর। তাদের বাবা জিয়াউর রহমান এ ফার্মে কাজ করার সুবাদে তারাও ফার্মগেটেই থাকতো।
শনিবার সকালে ফার্মের লোকজন তাদের ডাকা ডাকি করলে কেউ সাড়া না দিলে জানালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জীবন, নাসির ও শাহাদাতের বয়স যথাক্রমে ১৪-১৬।
ঢাকা জেলার আতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, প্রথমিকভাবে ঘটনাকে হত্যাকা- বলা যাচ্ছে না। কারণ তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, এবং তারা যে ঘরে ছিল সে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
ধারণা করা হচ্ছে হয়তো ফুড পয়জনিক বা নেশা জাতীয় দ্রব্যের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্তের পর কি কারণে মারা গেছে জানা যাবে।
উল্লেখ্য, নাসির ও জীবনের গ্রামের বাড়ি মাগুরা জেলার উত্তর জুমাপাড়া। কাজ করতো সাভারের ডেইরি এলাকার রেস্টুরেন্টে কাজ করতো। শাহদাত কাজ করতো গ্যারেজে।
এদিকে স্থানীয়রা দাবি করেছেন গতকাল রাতে ওই ডেইরিফার্মে ওই তিন যুবক বজ্রপাতে মারা গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিন যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।