মমিনুল ইসলাম: লন্ডন শহরের বিখ্যাত শ্রী স্বামীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন নব নির্বাচিত মুসলিম মেয়র সাদিক খান। তার মন্দির পরিদর্শনের কিছু ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
মন্দিরে উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন সাদিক খান। পাশাপাশি কিছু ধর্মীয় অনুষ্ঠানাদিতেও অংশ নেন তিনি। একটি ছবিতে দেখা যায়, মন্দিরের পুরোহিত তার হাতে রিং পড়িয়ে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, লন্ডনে নেসদেনের শ্রী স্বামীনারায়ণ মন্দির আমার অন্যতম একটি প্রিয় স্থান। এই সপ্তাহে পুনরায় আসতে পেরে ভাল লাগছে।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, আমি মেয়র হিসেবে লন্ডনে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের পাশে থাকব। ভারতের সঙ্গে লন্ডনের বন্ধুত্ব জোরদার করব। নিকটতম সুযোগ হিসেবে তিনি ভারতে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠানোর অপেক্ষায় আছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ভারতীয় বংশো™ভূত অনেক লন্ডনবাসীর ন্যায় আমার জীবন ইতিহাস একই। ১৯৭০ সালে পরিবারের ভাল জীবন-যাপনের উদ্দেশ্যে আমার বাবা-মা এখানে আসে। – এনডিটিভি।