অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: মোদি সরকার কোনো সরকারি কাজে বোতল বন্দি পানির ব্যবহার করতে বারন করে দিয়েছে। এরফলে সব কেন্দ্রীয় বিভাগ, মন্ত্রণালয় এবং সার্বজনিন ক্ষেত্রে বোতল বন্দি জলের পরিবর্তে স্বচ্ছ পানীয় জল অন্য ভাবে দিতে বলা হয়েছে।
সরকারের বক্তব্য বোতল বন্দি জল ব্যবহারের থেকে বেশি প্লাস্টিক আবর্জনা বেরয়। যেতা পরিবেশের জন্য খুবই খারাপ।
বোতল বন্দি জল ব্যান করার সুপারিশ করেছে কেন্দ্রী পানীয় জল এবং স্বচ্ছতা দফতর। মন্ত্রালয়ের অতিরিক্ত সচীব সরস্বতী প্রসাদ ২৮ এপ্রির চিঠি লিখে বোতল বন্দি জল ব্যবহার বন্ধ করতে অনুরোধ করেন। তাঁর মতে, কেন্দ্রীয় সরকার ২ অক্টোবর ২০১৯ সালের মধ্যে স্বচ্ছ ভারতের লক্ষ্য রেখেছে। এটা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে।
এই লক্ষ পুরণ করার জন্য সারা দেশে নানা ধরনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এই প্রকল্পের সবথেকে বড় বাঁধা প্লাস্টিকের দ্রব্য। এক আধিকারিক বলেছেন, সরকার নিজেরাই যখন প্লাস্টিকের আবর্জনা ফেলছে তাহলে সাধারন মানুষকে কি করবেন?
এই কারনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কাজে আর কোনো দিন প্লাস্টিকের বোতল ব্যবহার করা হবে না। এরফলে এবার থেকে কেন্দ্রের সেমিনার, মিটিং, সভাতে বোতল বন্দি জল আর পাওয়া যাবে না। বোতল বন্দি জলের পরিবর্তে অন্য কোনো উপায়ে পানীয় জল দেবার কথা বলা হয়েছে।