অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: আবার একবার বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ৩২০০ একরের বেশি জমি দখল করেছে। কিন্তু রিপোর্টে দাবি করেছে চীন নিজেদের নজর মানব নির্মিত দ্বীপের নির্মাণ কার্যের এবং বিকাশের দিকে দিয়েছে। যার ফলে তারা সামুদ্রিক ক্ষেত্রে নিজেদের আরও মজবুত করতে পারে।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, তিনটি দ্বীপে ১০ হাজার ফুটের রানওয়ে এবং বন্দর গ্রামের নির্মাণ কার্য চলছে খুব তাড়াতাড়ি। কিন্তু রিপোর্টের বিতর্কিত বিষয় হল এটাই যে, চীনকে কোনো রকমের নতুন যায়গার অধিকার দেওয়া হবে না। কিন্তু বিমান বন্দর, জাহাজের সুবিধা এবং হাথিয়ার উপকরণ চীনকে দক্ষিন চীন সাগরে লম্বা সময় পর্যন্ত থাকতে সাহায্য করবে।
গতকাল শুক্রবার করা রিপোর্টে দাবি করা হয়েছে, এরফলে চীনের গতীবিধি আরও উন্নত হবে। এবং চীন জানতে পারবে প্রতিদ্বন্দ্বী দাবিদার বা তৃতীয়পক্ষ কি পদক্ষেপ নিচ্ছে। খোঁজ নেবার ক্ষমতা আরও বেড়ে যাবে।
প্রসঙ্গত, চীন পুরো চীন সাগরটাই নিজেদের দাবি করছে। ভিয়েতনাম, ফিলিপাইনস, মালয়েশিয়ার মতো অনেক দেশই এই দাবি করে আসছে। চীন শত্রু আক্রমণের থেকে কম আক্রমনাত্মক নীতি প্রয়োগ করছে।