সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ২ জন হলেন, রাকিব (২৭), নূরুজ্জামান (৩২)।
শুক্রবার রাতের দিকে দনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি টিম।
পুলিশের মিডিয়া সেন্টারের ডিসি মারুফ হোসেন সরদার জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে দনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাক আটকের পর তাতে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনকারী রাকিব ও নূরুজ্জামান নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।