সালমা পারভীন : সুন্দরবনে সম্প্রতি লাগা চার আগুনের ক্ষতিকে বড় করে দেখছে না বনবিভাগ। চাঁদপাই রেঞ্জের তুলাতলার ১৩ একর জায়গা পুড়ে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। কিন্তু একে টাকার অংকে বিচার করছেন না বিশেষজ্ঞরা। বনের প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, ঝুঁকির মুখে পড়বে বৈচিত্র্যে জানান বিশেষজ্ঞরা।
সুন্দরবনের চাদপাই রেঞ্জের তুলাতলার পুড়ে যাওয়া বনের দৃশ্য এটি। সুন্দরী, বলা বা গোলপাতা পুড়ে কয়লা হয়েছে সব গাছপালা। পুড়েছে কীট-পতঙ্গ থেকে শুরু করে শামুক।
এ ক্ষতিকে বড় করে দেখছে না বনবিভাগ। তাদের দাবি, চার দফার আগুণে ক্ষতির পরিমাণ ১১ লাখ টাকা। আর বন্যপ্রাণীর আনাগোনা কম থাকায়, জীববৈচিত্র্য হানির শঙ্কাও দেখছে না তারা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই আগুনের ফল হবে সুদূর প্রসারী। এতে ভেঙে পড়বে বন্যপ্রাণীর খাদ্য-শৃঙ্খল। বড় রকমের হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। সরকারি হিসাবে, গত ১৪ বছরে সুন্দরবনের এ অংশে আগুন লেগেছে ২১ বার। আর সম্প্রতি লাগা চার আগুনে ক্ষতি পরিমাণ, এর আগের অগ্নিকা-গুলোর চেয়ে অনেক বেশি।
ইন্ডিপেনডেন্ট টিভি থেকে নেয়া