শাবি প্রতিনিধি ::: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে বিশ্বজিৎ মল্লিক নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। তিনি বন ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জালালাবাদ থানা পুলিশ ঘটনার সত্যতানিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন টিলাগাঁওয়ের সুরমা মেসে শনিবার রাত ১০টার দিকে বিশ্বজিতের কক্ষ ভেতর থেকে বন্ধ থাকায় মেসের সদস্যরা ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়া না পেয়ে তারা ভারপ্রাপ্ত প্রক্টরকে খবর দেন।
পরে প্রক্টরিয়াল কমিটি এবং জালালাবাদ থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
অধ্যাপক রাশেদ তালুকদার জানান, সম্ভবত এটা আত্মহত্যা। ঠিক কী কারণে সে আত্মহত্যা করেছে তা বোঝা যাচ্ছে না।
জালালাবাদ থানার এসআই এনামুল জানান, আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।