সিলেটের সকাল ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
দুর্বৃত্তদের হাতে নিহত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রিজওয়ানা হাসিন শতভিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি বিচার দেখতে পাবেন। অবশ্যই দেখতে পাবেন। আমরা অপরাধীকে অবশ্যই বের করবো। আমরা তদন্তের খুব কাছাকাছি আছি। কিন্তু নিরাপত্তার স্বার্থে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’
শনিবার দুপুরে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
রাজশাহীবাসীর নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি সারা রাজশাহীতে আমি দৃশ্যমান পুলিশের টহল বৃদ্ধি করে দিবো। যাতে আপনারা যে ভয়-আতঙ্কে আছেন, সে জায়গাটি আমি দূর করার চেষ্টা করবো। আপনার দেখতে পাবেন নিরাপত্তা বাহিনী আপনাদের পাশে আছে।’
অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো হত্যাকাণ্ডকেই সামান্য হিসেবে দেখি না। অধ্যাপক রেজাউল করিমকে যারা হত্যা করছেন, তাদের খুব দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবো।’
অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনাদের এই আন্দোলন তুলে নেন। ক্লাসে ফিরে যান। এর বিচার অবশ্যই হবে। ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা এই হত্যাকাণ্ডের পক্ষে নই। তবে হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পার হয়ে গেছে। আমরা তদন্তের খুব কাছাকাছি এসে গেছি। দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করবো।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এ সুধী সমাবেশে আরো বক্তব্য দেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলাম, বাংলাদেশ মহাপুলিশের পরিদর্শক একেএম শহীদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মো. ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পদক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক আজম শান্তনু, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার ও নিহত অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি।