আবুল বাশার নূরু : ধধষ কেন্দ্রীয় কার্যালয়টি চলতি মাসের ৩০ মের মধ্যে খালি করতে হবে। ফলে নতুন অফিসের সন্ধান চালাচ্ছে আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনগুলো।
বর্তমান কার্যালয়টি ভেঙ্গে বিশ্বমানের আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটিতে থাকছে বিশাল কনফারেন্স হল, সেমিনার কক্ষ, ভিআইপি লাউন্স, সাংবাদিক লাউন্স।
ফাইভ স্টার মানের আবাসিক কক্ষ রাখার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
গত ৬ এপ্রিল নতুন ভবনের নকশা অনুমোদন দিয়েছেন শেখ হাসিনা। আগামী জুন মাসের শুরুতে ভবন নির্মাণের কাজ শুরু হবে। নতুন ভবন নির্মাণের বিষয় জানাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে নতুন ভবন নির্মানের কাজ শেষ হবে।
৩০ মের মধ্যে ভবন খালি করার নির্দেশ পেয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নতুন অফিস খুজতে শুরু করেছেন।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এই প্রতিবেদককে বলেন, এরই মধ্যে একাধিক ভবন দেখেছি। সভানেত্রী লন্ডন থেকে দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
যুব লীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের যাতে জায়গা হয় এমন একটি ভবন ভাড়া নেয়ার।
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল বলেন, ধানম-ি শেখ হাসিনার কার্যালয়ের সামনে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারটি ভাড়া নেওয়ার চেষ্টা চলছে। সবকিছু নির্ভর করছে সভানেত্রী শেখ হাসিনার ওপর। যেহেতু সময় কম তাই সভানেত্রী লন্ডন থেকে দেশে ফিরলেই চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, বিশ্বের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের মতো আওয়ামী লীগ কার্যালয়টিও আধুনিক করা হবে।