কিরণ সেখ: দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র আজ ভুলণ্ঠিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।
এরআগে সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ ও দর্শনে উজ্জীবিত হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তাই নতুনভাবে উজ্জীবিত হতে হবে আমাদের।
যারা বাংলাদেশের শুত্রু তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
শহীদ জিয়ার আর্দশ ও চিন্তা নিয়ে কাজ করলে বাংলাদেশে এগিয়র যাবে বলেও মন্তব্য করেন তিনি।