আবুল বাশার নূরু : আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কমিটিতে অভিষেক ঘটতে পারে কয়েকজন তরুণের। উত্তরাধিকারসূত্রে তাদের কার্যনির্বাহী কমিটিতে দেখা যেতে পারে।
জানা গেছে, দলের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের পুত্র নাজমুল আহসান পাপন এমপি, ও সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুর রাজ্জাকের পুত্র নাহিদ রাজ্জাক এমপি ও সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের পুত্রকে কার্যনির্বাহী কমিটিতে আনা হতে পারে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের পুত্র আতিকুস সামাদ ডন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, নবম সংসদে নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি কায়সার হাসনাতকে দেখা যেতে পারে কেন্দ্রীয় কমিটিতে। জাতীয় পার্টিকে আসন ছেড়ে দেওয়ার কারণে দশম সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি কায়সার হাসনাত। তার বাবা ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি। ক্লিন ইমেজের তরুণ এই নেতার এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিগত নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে কায়সার হাসনাত কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন।
জানাগেছে, বর্তমান সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমপুত্র তানভির শাকিল জয়কেও কেন্দ্রীয় কমিটিতে আনা হতে পারে। নবম সংসদে আইনী জটিলতায় মোহাম্মদ নাসিম নির্বাচন করতে পারেননি। ফলে বাবার আসনে পুত্র জয় আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। জয়ের রয়েছে ক্লিন ইমেজ।
এছাড়া কেন্দ্রীয় কিংবা ঢাকা মহানগর আওয়ামী লীগে অভিষেক ঘটতে পারে হাজী মোহাম্মদ সেলিমপুত্র সোলায়মান সেলিমের। মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এম এ আজিজের পুত্রকেও মহানগরের রাজনীতিতে দেখা যেতে পারে।
জানাগেছে, যারা বর্তমানে মন্ত্রিসভায় রয়েছেন তাদেরকে কেন্দ্রীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে না রাখার চিন্তা ভাবনা চলছে। মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের ছোট ছেলে রনি চৌধুরীকে নগর রাজনীতিতে আনার চেষ্টা চালাচ্ছেন বাবা নিজেই। রনিকে নিয়ে কোনও বির্তক শোনা যায়নি।