॥ আমাদের অর্থনীতি কার্যালয়ে বৈঠকে রানা দাশগুপ্ত ॥
জাফর আহমদ : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সব দলকে একত্রিত করে রাষ্ট্রধর্ম বিলের বিরুদ্ধে অবস্থান নিতে চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) তৎকালীন সভাপতি মুহম্মদ ফরহাদ। গতকাল দৈনিক আমাদের অর্থনীতির নিয়মিত বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ দত্তসহ পত্রিকার সাংবাদিকরা।
রানা দাশগুপ্ত বলেন, বাংলাদেশে বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হলেও হুসেইন মুহম্মদ এরশাদের রাষ্ট্রধর্ম বিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারেনি। জেলা পরিষদ বিল পাসের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দল ও বিএনপির নেতৃত্বে ৭ দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল। এরশাদ যখন রাষ্ট্রধর্ম বিল সংসদে উঠিয়েছিলেন তখন সিপিবির তৎকালীন সভাপতি মুহম্মদ ফরহাদ এই দুই জোটের কাছে দৌড়াদৌড়ি করেছিলেন। দুই জোট যেন রাষ্ট্রধর্ম বিলের বিরুদ্ধে অবস্থান নেয়, প্রতিবাদ করে রাষ্ট্রধর্ম বিল পাসের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি কোনো শিবির থেকে সাড়া পাওয়া যায়নি। দুই জোট থেকে বলা হয়েছিল তোমরা (সিপিবি) তোমাদের মতো করে প্রতিবাদ করো।
সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী