সিলেটের সকাল : বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব এর উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার এনজিওদের নিয়ে একটি জাতীয় শুদ্ধাচার কৌশল ও এনজিওদের করণীয় শীর্ষক সেমিনার এর আয়োজন করা হয়।
উক্ত শুদ্ধাচারকৌশল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশামসক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেএমএকে আজাদ, সদস্য কার্যনির্বাহী পরিষদ, এডাব এবং সভাপতি হিসেবে উপস্থিত থেকে এনজিওদের করনীয় ও শুদ্ধাচার চর্চার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী।
সভায় প্রধান অতিথি এডাব এর এ আয়োজনকে যুগপোযোগী উল্লেখ করে সকল এনজিও কে নিজ নিজ শুদ্ধাচার ব্যাপ্তি বাড়ানোর আহব্বান জানান। সেমিনারটি সঞ্চলনায় ছিলেন এডাব সিলেট জেলার সাধারন সম্পাদক আবুল কালাম আযাদ, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কয়েস আহমেদ, সদস্য এডাব সিলেট জেলা কমটি এবং জাতীয় শুদ্ধাচারকৌশল ও এনজিওদের করণীয় শীর্ষক সেমিনার আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন বাবুল আখতার, আঞ্চলিক সমন্বয়কারী, এডাব সিলেট অঞ্চল।