সালমা পারভীন : সংস্কার হয়নি খাল, নালা। হয়নি অবৈধ দখল উচ্ছেদও। তাই এবারো বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতার আতঙ্ক ভর করেছে দেশের বৃহৎ পাইকারি ব্যবসাকেন্দ্র, চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মাঝে।
কারণ, বর্ষায় বৃষ্টি আর জোয়ারের পানিতে পুরো এলাকা তলিয়ে গিয়ে, ক্ষতি ছাড়িয়ে যায় শত কোটি টাকা।
জলমগ্ন খাতুনগঞ্জের এই ছবি গত বর্ষা মৌসুমের। যেখানে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে শত শত দোকানপাট। যার ক্ষতি ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। শুধু গেলবছরই নয়, বৃষ্টি আর জোয়ারের পানিতে প্রতিবছরই পানিবন্দী হয়ে পড়ে দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ।
এবারও বর্ষাকে সামনে রেখে জলাবদ্ধতার আতঙ্ক ভর করছে এখানকার ব্যবসায়ীদের মনে। কারণ চাক্তাই খাল, রাজাখালসহ খাতুনগঞ্জের আশপাশের খালগুলো এখনও হয়নি অবৈধ দখলমুক্ত। সংস্কার হয়নি অধিকাংশ খাল-নালা। তাতে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে শঙ্কা।
খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, অতি বৃষ্টির কারণে আমরা পানি বন্দী হয়ে পড়ছি। যার কারণে এখানকার মানুষের মধ্যে আতঙ্কের শেষ নেই। তাই আমরা অতি সত্তর চাই এই সমস্যার সমাধান করা হোক।
খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম বলেন, এই সমস্যার কারণে আমরা বিভিন্নভাবে সমস্যায় পড়ছি। তাই এ সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যে এই সমস্যা থেকে কত দ্রুত সমাধানে আশা যায়।
এই বাণিজ্যিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান আছে ৫ হাজারের বেশি। অভিযোগ আছে, সমস্যা সমাধানে মাঝে মধ্যে প্রশাসন কিছু উদ্যোগ নিলেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে তার সুফল মিলছেনা। তবে, সিটি মেয়র বলছেন এবার খালগুলো সংস্কার করার পাশাপাশি জোয়ারের পানি যেন ভিতরে ঢুকতে না পারে সেজন্য নির্মান করা হবে সুইচগেট।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এই খালগুলো সংস্কার করা হবে এবং এর পাশাপাশি এই খালের পানি অপসারণের জন্য সুইচগেট তৈরি করে দেয়া হবে। প্রয়োজনে পাম্পের সংখ্যা আরো বাড়িয়ে দেয়া হবে।
জলাবদ্ধতার স্থায়ী সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ চেয়েছেন ব্যবসায়ী সমাজ।
চ্যানেল২৪ থেকে নেয়া