সাজ্জাদুল হক : ঝালকাঠির ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক সংকটে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। তবে কর্তৃপক্ষ বলছে, ২৩ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে ১৫ জন চিকিৎসকের পদই শূন্য।
উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করলেও কোন সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন সিভিল সার্জন।
২০০৩ সালে ৫০ শয্যা থেকে ১শ’ শয্যায় উন্নিত করা হয় ঝালকাঠি সদর হাসপাতাল। কিন্তু ১৩ বছরেও বাড়ানো হয়নি এর জনবল। এখানে ৫জন সিনিয়র কনসালটেন্টসহ ২০জন চিকিৎসকের পদ থাকলেও, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞসহ ১৫ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এছাড়া আবাসিক মেডিকেল অফিসারের পদ শূন্য, ৪টি মেডিকেল অফিসারের ৩টি পদই শূন্য, রেডিও লজিস্ট, প্যাথলজিস্ট পদগুলোও ফাঁকা। দ্বিতীয় শ্রেনীর ২৫ টি পদের ২টি পদ, তৃতীয় শ্রেণীর ২০টি পদের ৫টি, চতুর্থ শ্রেণীর ২১ টি পদের মধ্যে ৪টি পদই শূন্য।
প্রতিদিন প্রায় ৫শ’ রোগী চিকিৎসা নিতে আসলেও ডাক্তার না পেয়ে ফিরে যেতে হয় তাদের। এ সমস্যার কথা অকপটেই স্বীকার করে, এত সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান সিভিল সার্জন। একাত্তর টিভি