ইয়াছিন রানা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং আমাদের অর্থনীতি এখন এতোটাই সমৃদ্ধ যে, উড়াল দেওয়ার মতো অবস্থা। এ কারণে বাংলাদেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত-পাকিস্তান থেকে সুখী সমৃদ্ধশালী দেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘দেশরত্ব শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।
‘পৃথিবীর ইতিহাসে কোন সরকার শতাভাগ কাজ করতে পারে না। দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার সাধারণত ৯০ ভাগ কাজ করে থাকে। বাকি ১০ ভাগ নিয়ে তাই সমালোচনা হতে পারে’ বলেন ড. হাছান।
তিনি বলেন, কিন্তু আমাদের দেশে সমস্যা হল প্রশংসার চেয়ে সমালোচনা হয় বেশি। শুধু সমালোচনার সংস্কৃতি আমাদের উন্নয়নের পথে বড় বাধা।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশ উন্নয়নের দিকে ধাবিত হলেই আইএস, জঙ্গিবাদ ও মানবাধিকার লক্সঘনের মিথ্যা প্রচারণা চালানো হয়। বিদেশিদের হত্যা করা হয়। প্রকৃতপক্ষে এগুলো দেশি-বিদেশি চক্রান্তের অংশ। আর এসব কাজে সমস্ত চক্রান্তবারীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আঁচলে ঠাঁই পায়। তিনিই পৃষ্ঠপোষকতা দিয়ে এসব সন্ত্রাসী কর্মকা- ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করেন।