কায়কোবাদ মিলন: মালয়েশিয়ার পারসিয়ারান বারাটে একটি ভবন ধ্বসে পড়লে দুই বাংলাদেশি শ্রমিক ভগ্নস্তূপের মধ্যে আটকা পড়ে। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নির্মাণাধীন এই ভবনের চারতলা ধ্বসে পড়লে আটকাপড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়। এরপর আরো এক বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
দমকল বাহিনীর কর্মকর্তা সানি হারুল বলেন, আহত তিন শ্রমিককে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আটকাপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: দ্য স্টার।