সিলেটের সকাল রিপোর্ট ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। রোববার বিকালে নগরীর রেজিস্ট্রি মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সেক্রেটারী আলী আহমদ, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এমরান আহমদ চৌধুরী ও এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন প্রমুখ।
বক্তারা দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।