চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরের নতুনপাড়া সীমান্ত এলাকার ৬৬নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফে’র গুলিতে বাংলাদেশি আম ব্যবসায়ী নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ৭টা ৫০মিনিট হতে ৯টা ২০মিনিটি পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী ঘটনাস্থল নতুনপাড়া সীমান্তে আম বাগানে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মাহাবুবুর রহমান (পিএসসি) এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কিলাস লাল সাহা।
বৈঠকে ১৫ মে শনিবার সকালে নতুনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক শিহাব উদ্দিন সজল (১৬) হত্যার ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত এবং সাক্ষীদের উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার পাশাপাশি বিজিবি’র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সাথে অতিদ্রুত দোষী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহন করে বিজিবিকে অবহিত করার জন্য প্রতিপক্ষ বিএসএফ এর নিকট বিজিবি’র পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়।