আব্দুম মুনিব, কুষ্টিয়া : নিবন্ধন পরীক্ষা দিতে এসে প্রধান শিক্ষকের কর্তৃক ধর্ষিত হয়েছেন কুষ্টিযার মুজিবনগর উপজেলার আ¤্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের খ-কালীন এক শিক্ষিকা (২৫)।
শুক্রবার সকালের কুষ্টিয়ার হাউজিং নিসান মোড় এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ধর্ষণের শিকার ঐ শিক্ষিকা মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া খ্রিস্টান ধর্মপল্লীর নির্মন মন্ডলের মেয়ে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঁজানা যায়, ঐ শিক্ষিকা মেহেরপুর সরকারি মহিলা কলেজে সম্মান তৃতীয় বর্ষে পড়ার সময় মুজিবনগর আ¤্রকানন মাধ্যমিক বিদ্যালয়ে খ্রিস্টান ধর্মের খ-কালীন শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। পরবর্তীতে তিনি অনার্স শেষে মাস্টার্স করেন। চলতি বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বৃহস্পতিবার তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে কুষ্টিয়া যান এবং সেখানে একটি বাড়িতে আলাদা আলাদা রুমে রাত্রি যাপন করেন। সকালে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার প্রস্তুতি গ্রহণকালে প্রধান শিক্ষক তার রুমে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় পর্যাপ্ত রক্তক্ষরণ হলে তিনি পরীক্ষা হলে না গিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার পর থেকেই প্রধান শিক্ষক গাঢাকা দেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।