সুজন কৈরী : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ষড়যন্ত্রের বিষয়টি পুলিশ তদন্ত করছে। সত্যতা পাওয়া গেলে আসলামের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
রোববার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মনিরুল।
তিনি বলেন, আসলামের বিরুদ্ধে আমার জানা মতে ৩০ থেকে ৩৫ টি মামলা রয়েছে। এই মামলার কারণেই তিনি পালিয়ে বেরাচ্ছেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, আগেও স্বরাষ্ট্রমন্ত্রী দেশী-বিদেশী ষড়যন্ত্রের কথা বলেছেন। এতদিন হয়ত আপনাদের বিশ্বাস হত না। এ ঘটনাগুলোর পর গত সেপ্টেম্বর মাস থেকে দায় স্বীকারের যে কালচার শুরু হয়েছে সে বিষয়টি মেলালে এবং গণমাধ্যমে যে তথ্য-প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো মেলালে যেটা আমরা বলেছি তার সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে। এগুলো একই সূত্রে গাথা। এগুলো দেশকে অস্থীতিশীল করার জন্যই ষড়যন্ত্র।
মনিরুল বলেন, আমরা খোজ-খবর নিচ্ছি। দেশ বিরোধী ষড়যন্ত্রে কারও যোগসূত্র পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নেতা আসলাম চৌধুরী পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তাকে গুম করে ফেলতে পারে তার এমন বক্তব্য প্রসঙ্গে অতিরিক্ত কমিশনার বলেন, তিনি যেটা বলার চেষ্টা করছেন যে ঘটনাচক্রে সে সেখানে গিয়েছেন। তাহলে তিনি তাকে ডিফেন্ড করলেই তো পারতেন। পালাচ্ছেন কেন? এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। আমরা বিষয়গুলো তদন্ত করছি। মত প্রকাশের অনেকগুলো পদ্ধতি থাকে। যেগুলো প্রকাশ্যে হয় তা হল গণতন্ত্র এবং যেগুলো গোপনে হয় সেগুলো কন্সপাইরেসি। আমরা যদি কোন ষড়যন্ত্রের আভাস পাই তাহলে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেব।
আইএসের দায় স্বীকার প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, কিছু বখে যাওয়া ছেলে যাদের ইন্টারনেট সম্পর্কে জ্ঞানও নেই আবার আইএস সম্পর্কে তাদের ধারণাও নেই তারা এ হত্যাকা-ের কথা স্বীকার করেছে। আদালতে তারা হত্যাকা-ের স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের হেফাজত থেকে আলামতগুলোও উদ্ধার করা হয়েছে। অথচ দায় স্বীকার করছে আইএস।