মামুন খান : রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের প্রাক্তন কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যার ঘটনায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলাটিমের কথিত সদস্য শরিফুল ইসলাম ওরফে শিহাবকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুনানি শেষে রোববার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
শরিফুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক বাহার উদ্দিন।
রিমান্ড আবেদনে বলা হয়,মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না তা জানার জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য,গত ২৫ এপ্রিল বিকেলে কলাবাগানের লেকসার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রাক্তন প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু রাব্বী তনয়কে (২৬)।
প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই জুলহাজ সমকামীদের অধিকারের পক্ষের সাময়িকী রূপবান সম্পাদনায় যুক্ত ছিলেন।
ওই খুনের ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন ; অপর মামলাটি করে পুলিশ। দুটি মামলারই তদন্ত করছে ডিবি পুলিশ।