সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ, মোবাইল ফোনসেট ও সিগারেটসহ দু’জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। আটক দুইজন হলেন কুতুব উদ্দিন ও ইদ্রিস আলী।
রোববার সকালে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এএপি’র এএসপি তারেক আহমদ জানান, আটক দু’জন গতকাল সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়ার (জি৯-৫১৭) ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন। বিমানবন্দর অতিক্রমের সময় ২ নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহের বশে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৩৫১ কার্টন সিগারেট, ৭৩২ গ্রাম স্বর্ণ, ২১টি স্যামসাং গ্যালাক্সি এস৭ মোবাইল ও ৪টি ক্যামেরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামাল রশিদমূলে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।