ফারুক আলম: যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে বড় পদোন্নতির তিন দিনের মাথায় জনপ্রশাসনের ৭০ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং ৬২ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক আদেশে এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে।
এর আগে গত ১২ মে ৮৫ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপ-সচিব পদেও পদোন্নতি হওয়ার কথা রয়েছে, যাতে আগের ‘পদোন্নতিবঞ্চিতদের’ রাখা হচ্ছে বলে জনপ্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
স্থায়ী পদ না থাকলেও গত বছরের ৬ এপ্রিল উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিবের তিন স্তরে একসঙ্গে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।
ওই দিন জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে ৩৪৩ জনকে উপ-সচিব, উপ-সচিব থেকে ২৯৯ জনকে যুগ্ম-সচিব এবং যুগ্ম-সচিব থেকে ২৩১ জনকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
২০১৪ সালের ১২ জানুয়ারি টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর এ পর্যন্ত জনপ্রশাসনের প্রায় ১২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
বিগত সরকারের সময় (২০০৯-২০১৩) বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল।
নতুন করে উপসচিব, যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে গত ১৪ ডিসেম্বর সুপেরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক হয়।
এই তিন স্তরের পদোন্নতি সংক্রান্ত এজেন্ডা নিষ্পত্তিতে এসএসবির ১৩টি বৈঠক হয়, গত ২২ ফেব্রুয়ারি হয় শেষ বৈঠক।
এসএসসিবর সভা শেষে পদোন্নতি সংক্রান্ত ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠোনো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পদোন্নতিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হলো।
উপসচিব থেকে জ্যেষ্ঠ সচিব পর্যায়ে বর্তমানে সরকারের ২ হাজার ৬১৩ জন কর্মকর্তা রয়েছেন।