ফারুক আলম : মেয়রের প্রশাসনিক ক্ষমতা নেই এ কথা উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, পরিবহন সমস্যা, জননিরাপত্তা এবং নগরকে নারীবান্ধব করতে মেয়র ও কাউন্সিলারদের আরেকটু ক্ষমতা দিতে হবে।
রোববার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘শক্তিশালী, কার্যকর সিটি কর্পোরেশন ও নিরাপদ, নারীবান্ধব ঢাকা মহানগর’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন আনিসুল হক।
তিনি বলেন, দেশে মানুষের ঘনত্ব অনেক বেশি। রাজধানীতে ভালো খারাপ মিলে এক থেকে সোয়া কোটি লোকের খাদ্য সংস্থান করে থাকে। টয়লেটের জন্য সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে কিন্তু টয়লেটের জায়গা নেই। ৮৬টি পেট্রোল পাম্পের জায়গা চাওয়া হয়েছে কিন্তু তারা দিচ্ছে না।
মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শক্তিশালী সিসি টিভি বসানো হবে পাশাপাশি এলইডি লাইটের ব্যবস্থা করা হবে যার ফলাফল হিসেবে যৌন হয়রানী অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হবে। তিন বছরে ঢাকা অনেক সবুজ হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, নারী কাউন্সিলরদের ক্ষমতায়ন হয়েছে এখন প্রয়োজন সমতায়নের। আইন আছে কিন্তু সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। নির্বাচিত নারী কাউন্সিলরকে তিনগুণ জনগোষ্ঠীর কাছে যেতে হয় কিন্তু তিনগুণ ক্ষমতা তাদের আছে কিনা সেই প্রশ্ন থেকে যায়। পুরো বাংলাদেশে নারীদের জন্য মাত্র ১৭ টি বাস আছে যা নারীদের জন্য সম্পূর্ণরূপে অপ্রতুল।