জাহিদুল কবীর মিল্টন, যশোর : যশোর কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সংগঠনের জেলা শাখার দপ্তর সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ম ধাপের ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে দলীয় প্রধান শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হিসেবে নির্বাচন করায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- ১নং ত্রিমোহিনী ইউনিয়নে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফুল কবীর মনি, ২নং সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন, ৩নং মজিদপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ও সদস্য আব্দুল হালিম,৪নং বিদ্যানন্দকাঠি ই্উনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আমজাদ হোসেন, ৫নং মঙ্গলকোট ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোয়ার হোসেন, ৬নং কেশবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন গাজী, ৭নং পাজিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকইয়ার মাহমুদ, ৮নং সুফলাকাঠি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন, ৯নং গৌরীঘোনা ইউনিযনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সিদ্দুকুর রহমান, ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার দফাদার, ও ১১নং হাসানপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন।
বিজ্ঞপ্তিতে প্রত্যেকটি ইউনিয়নে বঙ্গবন্ধুর আদর্শের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ী করগে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানানো হয়।