নাদিম মাহমুদ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের থানারপুল মোড় এলাকায় বিএনপির ি বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইসহ ৫ নেতা আহত হয়েছেন।
আহত অন্যরা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, জেলা ছাত্রদলের সম্পাদক মাসুদ রানা ও শহর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল হাসান তুষার।
জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানান- সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫ টার দিকে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তিপুর্ণ মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। পন্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল।
এ ব্যাপারে সদর থানার ওসি ইউনুচ আলী বলেন, লাঠিচার্জ করা হয়নি। মিছিল বের করলে পুলিশ বাধা দিলে শুধুমাত্র হাতাহাতি হয়েছে ।