ছাতকে সংবর্ধনার জবাবে কলিম উদ্দিন মিলনছাতক প্রতিনিধিঃবিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দলকে সুসংগঠিত করে বর্তমান সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা বলতে কিছু নেই। বিচার বিভাগের উপরও নগ্ন হস্তক্ষেপ করছে এ সরকার। গণতন্ত্রের নামে বাকশালী কায়দায় সরকার ‘জগদ্দল পাথরে’র মতো চেপে বসে আছে জনগণের উপর। বিদেশী আজ্ঞাবহ এ সরকারের বিরুদ্ধে তৃণমূল পর্যায় থেকে গণ-আন্দোলন শুরু করে সরকারকে বিদায় দিতে হবে।
রোববার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ছাতক পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা কাজী মাওলানা আব্দুস সামাদ, এসএম লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, ছাতক সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আহবাব, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, নোয়ারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।
বক্তব্য রাখেন, বিএনপি নেতা কাজী মাওলানা আব্দুস সামাদ, মনির উদ্দিন মেম্বার, আলী হোসেন মানিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা লিজন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মনিম মামনুন, ছাত্রদল নেতা হুসাইন আহমদ প্রমুখ।
সংবর্ধনা সভায় বিএনপি নেতা আজর আলী মেম্বার, হাজী রুহুল আমিন, আব্দুল আউয়াল, শাহজাহান, তানভির আহমদ রাজু, মকবুল হোসেন, কবির আহমদ মধু মিয়া, আবদাল মিয়া, আব্দুস সোবহান, আলাউদ্দিন, মিন্টু ঘোষ, সুলতান মিয়া, শফিক আলী, কুতুব উদ্দিন, মীর কামিল, মোহাম্মদ আলী, রাসেল আহমদ, জয়নাল আবদীন রফিক, হাবিুবুর রহমান রাসেদ, আরিফ বিল্লাহ, এনামুল হক, মনির উদ্দিন রানা, এমরান আহমদ, রুকন মিয়া, মতিউর রহমান, দিলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, সাইদুল হক রাহেল প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় চার্জশীট প্রদানের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।