ডেস্ক রিপোর্ট : দুর্বলচিত্তের লোকজনের স্বাস্থ্যের জন্য হরর ছবি খুব একটা ভালো নয় বলে এই প্রকৃতির লোকজন সাধারণত এসব ছবি এড়িয়ে চলেন। তবে এমন অনেক মানুষ আছেন যারা পুরো পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে হরর ছবি দেখেন।
ছবি দেখার সময় দর্শকদের বুকে কাঁপুনি তৈরি করতে সব সময়ই টানটান উত্তেজনা ধরে রাখার চেষ্টা করেন পরিচালক। একারণেই সিনেমার প্রতিটা দৃশ্যেই থাকে ভয়াবহতা। হরর ছবির নির্মাণ ব্যয় এবং কারিগরি দিক থেকে ব্যবহার করতে হয় উন্নত প্রযুক্তি।
তবে গত ১৩ বছর ধরে নিজের পরিবারের সদস্য নিয়েই হরর দৃশ্য তৈরি করে চলেছেন এক ফটোগ্রাফার। জোসুয়া হোফিন (৪৩) নামের যুক্তরাষ্ট্রের মিসৌরি ঐ ফটোগ্রাফার হরর থিমের ওপর স্থির চিত্র তৈরি করতে ব্যবহার করেছেন নিজের বাড়িকে। হরর দৃশ্যের চিত্রায়ন করতে সাহায্য নিয়েছেন নিজের স্ত্রী এবং মেয়েদের।
তাদের হরর হরর দৃশ্যের বিভিন্ন চরিত্র অনুযায়ী সাজিয়েছেন। তার এই ছবিগুলোকে ঘরের অ্যালবামে সাজিয়ে রাখার বদলে এগুলো তিনি বাণিজ্যিকভাবেও ব্যবহার করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে তোলা তার ঐ হরর ছবিগুলো ছাপা হয়েছে অন্তত দেড় শতাধিক দেশের বিভিন্ন গণমাধ্যমে। ইত্তেফাক