আমির পারভেজ : জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের কার্যালয়ের সামনে শূকরের কাটা মাথাসহ অপমানজনক একটি ক্ষুদে বার্তা পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, শনিবার জার্মানির উত্তর পূর্ব শহর স্ট্রেলস্যান্ডে অবস্থিত মার্কেলের ভোটার অফিসের সামনের দরজা থেকে এগুলো উদ্ধার করা হয়।
তবে বার্তা সংস্থা রয়টার্স থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হলে অপমানজনক ক্ষুদে বার্তাটি সম্বন্ধে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
মার্কেলের উদার অভিবাসন নীতির কারণে জার্মানিতে তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে। গত বছর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আগত প্রায় ১০ লাখেরও বেশি শরণার্থী প্রবেশ করেছে জার্মানিতে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি জার্মান মার্কেলকে ক্ষমতায় দেখতে চান না।
সূত্র : ইয়াহু নিউজ।