আবু সাইদ: ব্রিটেনের বিরোধী নেতা বরিস জনসন বলেছেন, হিটলার আর ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য এক। উভয়েই চেয়েছিল ইউরোপকে একক নেতৃত্বের আওতায় আনতে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচারণার অংশ হিসেবে তিনি এ মন্তব্য করেন। বরিস জনসন বলেন, নেপোলিয়ন আর হিটলার দুজনই ইউরোপকে এক ছাতার নিচে আনতে ব্যর্থ হয়েছিলেন। এখন ইইউও ওই একই কাজ করছে, তবে একটু ভিন্ন কায়দায়।
বরিস জনসনের এই বক্তব্য নাকচ করে দিয়েছেন ব্রিটেনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন। ইইউ আর হিটলারের মধ্যে তুলনাকে তিনি ‘আক্রমণাত্মক ও মরিয়া’ বলে আখ্যা দেন।
তবে যুক্তরাজ্যের অপর একটি দল ইনডিপেন্ডেন্স পার্টি বরিস জনসনের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। ইনডিপেন্ডেন্স পার্টির নেতা নিজেল ফারাজ যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হতে জনসনের প্রতি আহ্বান জানান।
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ফল মারাত্মক হতে পারে বলে ইতিমধ্যে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও ইইউর সঙ্গে থাকার জন্য ভোট দিতে ব্রিটিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইইউতে থাকা না থাকা প্রশ্নে আগামী ২৩ জুন ব্রিটেনে গণভোট নেয়া হবে। সূত্র: বিবিসি