আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কবির মিয়া (৩৫) নামের একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় কমপক্ষে অর্ধশতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে । সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে।
রোববার দুপুরে উপজেলার তালশহর পশ্চিম পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কবির মিয়া তালশহরের খতিব বাড়ির মহব্বত আলী মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তালশহর পশ্চিম পাড়া এলাকায় ক্রিকেট খেলা নিয়ে গত শুক্রবার খতিব বাড়ি শ্যামল ও “িার বকস বাড়ির জনু মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন অর্ধশতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে খতিব বাড়ির মহবত আলীর ছেলে কবির হোসেন (৩৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।