আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের নব নির্বাচিত প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে জানিয়েছেন, দেশে মৃত্যুদ-ের বিধান ফিরিয়ে আনতে কংগ্রেসে প্রস্তাব দেবেন তিনি। এছাড়া তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহভাজন অপরাধীদের গুলি করে হত্যার অনুমোদন দেবেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত না হলেও, প্রাথমিক ফলাফলের বিচারে দুতের্তেকে বিজয়ী হিসেবে ধরে নেয়া হচ্ছে।
এখন কংগ্রেসের অনুমোদন পেলে জুনের ৩০ তারিখে পরবর্তী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন মি. দুতের্তে। গত সপ্তাহের নির্বাচনের জয়ী হবার পর সাংবাদিকদের সাথে প্রথম আলাপেই অপরাধ ও মাদক মোকাবেলায় তার কঠিন নীতিমালার কথা পুনর্ব্যক্ত করেছেন মি. দুতের্তে। কংগ্রেসের অনুমোদন পেলে জুনের ৩০ তারিখে পরবর্তী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন দুতের্তে
এর আগে দেশটির দক্ষিণের শহর দাভাও এর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে কঠোরভাবে অপরাধ দমনে দুতের্তের খ্যাতি রয়েছে। ২০০৬ সালে ফিলিপাইনে মৃত্যুদ-ের বিধান রোহিত করা হয়। এছাড়া অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা, ভবনের ভেতর ধূমপান নিষিদ্ধ এবং শিশুদের জন্য রাত্রিকালীন কারফিউর কথাও বলেছেন মিস্টার দুতের্তে। সেই সাথে তিনি ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদকে একটি হাসপাতালে পরিণত করারও অঙ্গিকার ব্যক্ত করেন।
বিবিসি