ডেস্ক রিপোর্ট : ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই ধারাবাহিক সাফল্য পাচ্ছে ভারত। ক্রিকেটভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে ধোনির ‘হেলিকপ্টার শট’। তবে ভক্তরা জানেন কি- ধোনির আগেও এই শট খেলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজাহারউদ্দিন?
এদিকে হেলিকপ্টার শটের জন্য ধোনি বিখ্যাত হলেও তিনিই একমাত্র ক্রিকেটার নন, যিনি এই শট খেলেছেন। ধোনির আগেও দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন এই শট খেলার চেষ্টা করেছেন। কিন্তু তখন এই শটের কোন নির্দিষ্ট নাম ছিল না।
১৯৯৩ সালে ইংল্যান্ড সিরিজে ‘হেলিকপ্টার শট’ খেলার জন্য আলোচিত হয়েছিলেন আজহার। কলকাতার ইডেন গার্ডেন্সে ওই টেস্টে ১৯২ বলে ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক। সেই ম্যাচেই বেশ কয়েকটি অপরিচিত শট খেলেন এই ক্রিকেটার। একই ধরনের শট পরবর্তীতে ধোনির ব্যাটে ‘হেলিকপ্টার শট’ নামে
পরিচিত পায়।
তবে দুর্ভাগ্যবশত, ১৮২ রানের ইনিংসের পর এই ‘হেলিকপ্টার শট’ খেলার চেষ্টা করেই ওই ম্যাচে নিজের উইকেট হারান। প্রিয়