নিজস্ব প্রতিবেদক : সফররত মার্কিন মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের কাছে বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছে বিএনপি। বৈঠক শেষে এমনটিই জানিয়েছেন, বিএনপি নেতারা।
সোমবার সকাল সাড়ে নয়টার পর রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে পরিস্থিতি তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতারা।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, উইলিয়াম টডের সঙ্গে রাজনীতি বিষয়ে কথা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, বিএনপি নেতা এনাম আহমত চৌধুরীসহ কয়েকজন সিনিয়র নেতা।