আমিন ইকবাল : ছোটবেলায় আকাশে উড়োজাহাজ উড়ে যেতে দেখলে অদ্ভুত এক অনুভূতি কাজ করত তার মধ্যে। তার ইচ্ছা হতোÑ চোখের পলকে আকাশটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসার। সেই জমে থাকা ইচ্ছেটা বাস্তবে রূপ পেলো এবার। গল্পটা আসলেই বেশ রোমাঞ্চকার। গল্পটা ভারতের মুম্বাই নিবাসী আয়েশা আজিজের।
২০ বছর বয়সেই তার ঝুঁলিতে জমা পড়েছে ভারতের সবচেয়ে কমবয়সী পাইলটের খেতাব। বোম্বে ফ্লাইং ক্লাবের পক্ষ থেকে তার হাতেও তুলে দেওয়া হয়েছে স্টুডেন্ট পাইলট লাইসেন্স বা ফ্লাইট রেডিও টেলিফোন অপারেটরস লাইসেন্স (এফআরটিওএল)। জানা গেছে, সেনার ১৭২জ প্লেনটি ১০ ঘণ্টা একাই চালিয়েছেন মুসলিম তরুণী আয়েশা।
মুম্বাইয়ে বসবাস করলেও আয়েশার জন্মস্থান কাশ্মীর। টিনএজ আয়েশা এ বছর মুম্বাইয়ের ক্রাইস্ট চার্চ স্কুল থেকে নিজের পড়াশোনা শেষ করলেও ২০১১ সালেই স্টুডেন্ট পাইলট লাইসেন্স পাওয়ার প্রথম পরীক্ষা দেন তিনি।
তারপর দ্বিতীয় পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন বোম্বে ফ্লাইং ক্লাব থেকে। এর আগে নাসা স্পেস অ্যাকাডেমিতে দু’মাসের ট্রেনিং প্রোগ্রামে সুযোগ পেয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর মার্কিন মুলুকের আলাবামায়। নাসায় তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আয়েশা বলেছেন, ভাষায় প্রকাশ করা যাবে না সেই অভিজ্ঞতা। সেখানে তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামসেরও দেখা হয়েছিল। স্বপ্লগুলো সত্যি হওয়া শুরু হয়েছে সবে। তাকে পূর্ণাঙ্গরূপ দিতে আগামী দিনে যে সে বিমানচালিকাই হবে, সে কথা অকপটেই জানিয়েছেন আয়েশা।
জানা গেছে, আয়েশার বাবা লোখা-ওয়ালার শিল্পপতি আবদুল আজিজ। মা খালিদা আজিজ কাশ্মীরের বারামুলার বাসিন্দা। আয়েশার ইচ্ছা, সর্বপ্রথম বিমান চালিয়ে সৌদি আরবের মক্কা যাওয়ার!
সূত্র : উর্দু নিউজ