সিলেটের সকাল : খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা দিয়ে কখনোই আদর্শ জাতি গঠন সম্ভব নয়। বর্তমান শিক্ষানীতি সুদূর প্রসারী ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার এক গভীর ষড়যন্ত্র। অবিলম্বে শিক্ষানীতি বাতিল করে সার্বজনীন উৎপাদনমুখী ইসলামী শিক্ষানীতি চালু করতে হবে। খেলাফত মজলিস দায়িত্বশীলদেরকে জনসচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসতে হবে। খেলাফত মজলিস সিলেট মহানগরীর কোতোয়ালী থানা আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
থানা সভাপতি জাবেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলামের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহিন, খেলাফত মজলিস কোতোয়ালী থানা বায়তুলমাল সম্পাদক প্রভাষক মোহাম্মদ আব্দুর রব।
গত ১৪ মে রোজ শনিবার বাদ মাগরিব মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল করিম, মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা নুরুল হক নোমানী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, এমদাদুর রহমান তানভির, জাহেদ আহমদ চৌধুরী, আল-আমিন নোমানী, সাইদ মাহবুব সাইমী। সভায় পবিত্র মাহে রমজান ১৪৩৭ হিজরী উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।
সভা শেষে ১৭নং ওয়ার্ড সভাপতি কাজী শামসুল হকের পিতা শায়েখ আব্দুল মান্নান ও ১৩নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক এমদাদুর রহমানের পিতা মোহাম্মদ খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।