মাসুদ আলম : রাজধানীর সায়েদাবাদ এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ে এবং খিলক্ষেত এলাকায় বাইক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। রোববার গভীর রাতে এক ঘন্টা ব্যবধানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহিনুর বেগমের স্বামী লেবু মিয়ার বলেন, রোববার রাতে এক আত্মীয়র বাসা থেকে রিকশায় করে ফিরািছলেন মাহিনুর বেগম ও তার পাঁচ বছর বয়সী মেয়ে শাহনাজ। রাত ১২টায় সায়েদাবাদ জনপথের মোড়ের কাছে একটি কভার্ডভ্যান মাহিনুর ও শাহনাজের রিকশাকে চাপা দিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তবরত চিকিৎস মৃত ঘোষণা করেন। এসময় লেবু ছিলেন আলাদা রিকশায়। গেন্ডারিয়ার থানার ধুপখোলা এলাকায় তাদের বাসা। এ ঘটনায় ঘাতক কভার্ড ভ্যান ও চালকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে এয়ারপোর্ট রোডের খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ডিউটি শেষে রোববার রাত সোয়া ১১টায় মোরটসাইকেলে করে এয়ারপোর্টের বাসায় যাচ্ছিলেন এসআই সাইফুল ইসলাম। খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে স্ক্রিপ কেটে তিনি পড়ে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তার বাড়ি পাবনার বেড়া উপজেলায় ।