বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার খন্দকারটোলা গ্রামের শাহ জামালের স্ত্রী শারমিন বেগম (৪৫) ও পৌরশহরের রামচন্দ্রপুর পাড়ার মৃত গৌরদাসের ছেলে মোহন্ত দাস (৩৯)।
আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাফিজ জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।