আন্তর্জাতিক ডেস্ক: আট টন কোকেন আটক করেছে কলম্বিয়ার পুলিশ। এযাবত কালে দেশটিতে আটক কোকেন চালানের মধ্যে এটাই সবচেয়ে বড়। কোকেনের এই বিশাল মওজুদ লুকিয়ে রাখা হয়েছিলো উত্তর-পশ্চিম অঞ্চলের উপকূলীয় শহর টুরবো’র পাশে, একটি কলার খামারে। এ অভিযানে যুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। পুলিশ জানিয়েছে, এই মাদক চালানটি সংগ্রহ করেছিলো অপরাধ-চক্র ক্লান উসুগা। তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, আরো তিন জন পালিয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রী লুইস কারলোস ভিলেগাস জানান, দেড় টন কোকেন প্যাকেটে ভড়া হয়েছিলো বিদেশি বাজারে ছাড়ার জন্যে। এর আগে কলম্বিয়ার সাগরে এমন আরো একটি কোকেন চালান আটক করা হয়েছিলো।
অপরাধ-চক্র ক্লান উসুগা প্রধানত মাদক ব্যবসা পরিচালনা করে। তবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ খনি পরিচালনা, অপহরণ ও গুম এবং খুনের অভিযোগ আছে। পুলিশের ধারণা, এই গ্রুপটিতে কমপক্ষে ২ হাজার সদস্য রয়েছে।
গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনী ৬ হাজার ৭’শ ড্রাগ-মাফিয়া সদস্যকে আটক করেছে। এ বছরের গোঁড়ার দিকে ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে বিমান অভিযান শুরুর ঘোষণা দিয়েছে কলম্বিয়া সরকার। বিবিসি।