সকাল ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্বের পরীক্ষা মঙ্গলবার শুরু হবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবার সারা দেশে ১১৪টি কেন্দ্রে একযোগে ১৩১টি কলেজের ১ লাখ ৯৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এ পরীক্ষায় অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে পরীক্ষা।