আবু সাইদ: দিল্লিকে পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি চেয়ে খসড়া বিল তৈরি করেছে আম আদমি পার্টি সরকার। সোমবার ওই বিল প্রকাশ্যে এনে নাগরিকদের মতামত চাইবে তারা। দিল্লি বিধানসভার আগামী অধিবেশনে বিলের চূড়ান্ত খসড়া পেশ করা হবে। তারপর তা পাঠানো হবে সংসদের সিলমোহরের জন্য। অরবিন্দ কেজরিওয়াল সরকার বেশ কিছুদিন ধরেই দাবি করছে, রাজধানীর আইনশৃঙখলার অবনতির জন্য দায়ী, দিল্লি পুলিশের ভার তাদের ওপর না থাকা। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট অনুযায়ী দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রের পরামর্শে দিল্লি পুলিশকে নিয়ন্ত্রণ করেন।
দিল্লিকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হলে এই আইনে বদল আনতে হবে। তবে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপের ফের ঝামেলা বাধতে বাধ্য কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আরও গুরুত্বপূর্ণ বিল সিলমোহরের অপেক্ষায় পড়ে রয়েছে। মনে করা হচ্ছে, দিল্লি সরকার- কেন্দ্রীয় সরকার অশান্তি একটু খুঁচিয়ে তুলতেই বিলটি পেশ করছে কেজরিওয়াল সরকার। সূত্র: জি নিউজ