ছানাউল্যাহ নূরী, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের দাখিনখান এলাকায় এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রোববার রাতে একটি সেপটিক ট্যাংকি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
শিশুটি ওই এলাকার কামাল হোসেনের মেয়ে। সে পার্শ্ববর্তী হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যা¤েপর এসআই মো. মোবারক হোসেন জানান, শিশুটির গালে ও শরীরে কামড়ের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ধর্ষকের মা ও বোনকে আটক করেছে পুলিশ।