আবুল বাশার নুরু : জাতীয় রাজনীতিতে ফিল্ম ষ্টার ও সেলিব্রেটিদের আগমন কমে যাচ্ছে। এক সময়ের সাড়া জাগানো চিত্র নায়ক সোহেল রানা সম্প্রতি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টিতে যোগদানের আগে বেশ কয়েকবার তিনি আওয়ামী লীগের কাছে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সোহেল রানা।
চিত্র নায়ক বা নায়িকাদের কেউ এখন আর জাতীয় সংসদ সদস্য নেই। চিত্র নায়িকা কববী নবম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। দশম সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। বর্তমানে রাজনীতি থেকে দূরে রয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা কবরী।
বর্তমান সংসদে রয়েছেন অভিনয় শিল্পী তারানা হালিম। সংরক্ষিত আসন থেকে এমপি হয়ে মন্ত্রিসভার সদস্য হয়েছেন তিনি। ফোক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মমতাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় এমপি। অভিনেতা আসাদুজ্জামান নূর পর পর তিনবার এমপি হয়েছেন। বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী তিনি।
আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের সবচেয়ে জনপ্রিয় চিত্র নায়কদের অনেকেই দেশটির জাতীয় সংসদের সদস্য হয়েছেন। কেউবা প্রদেশের মূখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। জাতীয় রাজনীতিতে আগমন প্রতিটি নির্বাচনেই ফিল্ম স্টার বা সেলিব্রেটিদের অংশ গ্রহণ বাড়ছে।
গোটা ভারত কাঁপানো নায়ক অমিতাভ বচ্চন, গোবিন্দ্র, জয়া বচ্চন, মিথুন চক্রবর্তী, হেমা মালিনী, মুনমুন সেন, রাজেশ খান্না, সঞ্জয় দত্ত, সুনীল দত্ত, শাবানা আজমী, ¯ৃ§তি ইরানী, বিনোদ খান্না, ধর্মেন্দ্র, জয়াপ্রদা এমপি ছিলেন। জয়ললিতা বর্তমানে তামিম নাড়ুর মূখ্যমন্ত্রী।
বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিতে বর্তমানে ফিল্ম স্টার বা সেলিব্রেটিদের ভারতের তুলনায় রাজনীতিতে আগমন নেই বললেই চলে।