মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিআরটিএ-এর সহকারী পরিদর্শক মো. হাফিজ ও মডেল থানার এএসআই দেলোয়ার।
লাইসেন্স ও গাড়ির কাগজ-পত্র না থাকায় অভিযানকালে শুভ দত্তকে ৩শ টাকা, আনোয়ার হোসেনকে ৫০০ টাকা, মো. ফয়ছল মিয়া ৫০০ টাকা, শাহিন আহমদকে ৫০০ টাকা, নিরাঞ্জন কালোয়ারকে ৫০০ টাকা, জহিরুল ইসলামকে ৩০০ টাকা, মামুন মিয়াকে ৫০০ টাকা, স্কায়ার ফার্মাসিস্ট এর প্রতিনিধি নজরুল ইসলাম ৫০০ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে প্রকাশ্যে আদালত এলাকায় ধূমপান করার দায়ে শুভ্র রায়কে ২০০ টাকা, কবির উদ্দিনকে ২০০ টাকা জরিমানা করেন আদালত।