বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বোমা বিস্ফোরণে সুমন শেখ (২৫) নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।
সোমবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বিকাল ৩ টার দিকে উপজেলা সদরের আট্রাকি গ্রামে বোমা বিস্ফোরণে তিনি আহত হন।
সুমন শেখ উপজেলার আট্রাকি গ্রামের আব্দুস ছত্তার শেখের ছেলে।
ফকিরহাট থানার ওসি মো. বজলুর রহমান জানান, বিকালে গ্রামের ঘোষের পুকুর পাড়ে সুমন শেখ একটি বোমা নিয়ে নাড়াচাড়া করার সময় সেটি বিস্ফোরিত হলে সুমন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ফকিরহাট থানায় মামলা হয়েছে। সুমন স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি।