ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামের স্বর্ণ চোরাচালান মামলায় আবদুস শুক্কুর নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই রায়ে ১০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে দুই মাসের কারাদ- দেওয়া হয়েছে।
সোমবার বিকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন। দ-প্রাপ্ত আবদুস শুক্কুর জেলার ফটিকছড়ির উপজেলার আনা আহমেদের ছেলে।
মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন বলেছেন, স্বর্ণ চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদ-ের রায় এটাই দেশে প্রথম।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৫ সালের ২২ এপ্রিল মাসকাট থেকে আসা আবদুস শুক্কুর নামের একযাত্রী লাগেজে থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা ফারুক আহমেদ বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা করেন।