ইংল্যান্ডের প্রধান স্কুল পরিদর্শক উদ্বেগ প্রকাশ করেছেন বহু মুসলমান এবং ইহুদি পরিবার তাদের ছেলেমেয়েদের স্কুলের বদলে অবৈধভাবে গড়ে তোলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন।
স্যার মাইকেল উইলশ বলছেন, সম্প্রতি এক অভিযানে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় এরকম ১০০র বেশি অবৈধ স্কুলের সন্ধান পাওয়া গেছে।
প্রধানত মুসলিম এবং ইহুদিদের বিভিন্ন ধর্মীয় সংস্থা অনুমোদন না নিয়ে এসব স্কুল চালায়। স্যার মাইকেল ব্রিটেনের শিক্ষা মন্ত্রীর কাছে এক চিঠিতে বলেছেন, ধারণার চেয়ে বেশি ছেলেমেয়ে মূলধারার স্কুলে না গিয়ে এসব অবৈধ স্কুলে যাচ্ছে।
তিনি বলেন, দুর্বল শিক্ষার মান ছাড়াও, এসব প্রতিষ্ঠানে শিশুরা ‘ধর্মীয় উগ্রবাদের’ হুমকিতে পড়ছে। ব্রিটেনের আইনে বাবা-মায়েরা চাইলে বাচ্চাদের স্কুলে না পাঠিয়ে বাড়িতে শিক্ষা দিতে পারেন।
এই আইনের সুযোগে অনেক ধর্মীয় দিক থেকে গোঁড়া বাবা-মা হাজার হাজার পাউন্ড ফি দিয়ে অবৈধ এসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছেলেমেয়েদের পাঠাচ্ছেন।