সিলেটের সকাল রিপোর্ট : দক্ষিণ সুরমায় এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন (২৮)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সমশেরনগর রেলওয়ে কলোনীর শাহজাহান মিয়ার পুত্র।
সোমবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মোঃ মফিজুর রহমান ভূঞা এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী দেলোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে- ২০১১ সালের ৩১ ডিসেম্বর রাত পৌনে ৮ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার জকিগঞ্জ রোডের কদমতলী ওভার ব্রীজ এলাকায় মাদক দ্রব্য বিক্রি হচ্ছে।
গোপনে এমন সংবাদ পেয়ে র্যাব-৯ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার টাকা দামের ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে র্যাব-৯ এর এসআই মোঃ শাহাদত হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১ (১-১-১২)।
দীর্ঘ তদন্ত শেষে দক্ষিণ সুরমা থানার এসআই মোঃ সোহেল রানা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারী একমাত্র দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
এবং একই বছরের ২৭ নভেম্বর আদালতে এ মামলার বিচারকায্য শুরু হয়। দীর্ঘ শুনানী ও ৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী দেলোয়ার হোসেনকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় টেবিলের ৩ (খ) ক্রমিকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী ও আসামীপক্ষে এডভোকেট মোঃ আনোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।