মাজাহারুল ইসলাম: আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুসলমানদের দেশ বাংলাদেশ। আর এ দেশের মুসলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হঠাতে বিএনপি ইহুদিদের সঙ্গে হাত মিলিয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবয়াদুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এমন কোনো কাজ নেই যা করছে না। বাংলাদেশ মুসলমানদের দেশ। আর সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন মুসলমান। তাকে ক্ষমতা থেকে হটানোর জন্যে ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তারা হাত মিলিয়েছে। আজকে বাংলার জনগণের কাছে দিবালোকের মতো পরিস্কার হয়ে গেছে, সত্য সত্যই। সত্যকে কখনও চাপা দিয়ে রাখা যায় না।
সেতুমন্ত্রী বলেন, জাতীয় সংসদের সামনে বাজেট সেশন। আগামী ১ জুন থেকে নতুন বরাদ্দ আসবে। এতে শেখ হাসিনার নেতৃত্বে নতুনভাবে পদ্মা সেতু, ফোর লেন, কর্ণফুলি টার্নেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজগুলো ২০১৮/১৯ সালে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন আসবে বলেও জানান তিনি।
কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা।